Spoken English: Am/ is/ are + not + supposed to = কিছু করার কথা না

use of am/ is/ are + not + supposed to

English এ  কিছু sentence আছে যেগুলোকে ” Obligation বা বাধ্যবাধকতা ” বলা হয়। বাংলাতে আমরা খুব সহজে কিছু কথা বলে থাকি, যেমনঃআমার কাজটি করার কথা না, তার এখানে আসার কথা না ইত্যাদি, but English এ এই sentence গুলো তৈরি করতে গেলে আমরা একটু confused হয়ে যায়। এই sentence গুলোকে ” Obligation বা বাধ্যবাধকতা ” বলা হয়। English এ এই sentence গুলো তৈরি করতে হলে am/ is/ are + not এর সাথে supposed to যোগ করে আমরা এই sentence গুলো তৈরি  করতে পারি। আমরা আজকের এই Lesson এ শিখবো কত সহজে এই বাক্য গুলো English এ তৈরি করা যায় এবং আমাদের প্রতিদিনের English Conversation এ ব্যবহার করা যায়। Let’s have a look. 

Am/ is/ are + not + supposed to = কিছু করার কথা না    

ব্যবহারের ক্ষেত্রে : বাংলা বাক্যের শেষে “ “ কিছু করার কথা  ” থাকলে am/ is/ are + supposed to  ব্যবহার করে English sentence তৈরি করতে হয়।

 

Structure subject +am/ is/ are + supposed to + verb (present form) + extension    

 

Pronoun Setting:  Subject যদি  he, she, it, this, that, singular noun, uncountable noun  হয় তাহলে  auxiliary verb is হয় I থাকলে  am , বাকি সকল ক্ষেত্রে are হয়।  

Example 

  • আমার কাজটি করার কথা না – I am not supposed to do the work.
  • তার চুপ থাকার কথা না – He is not supposed to silent.  
  • তোমার ইংরেজীতে কথা বলার কথা না – You are not supposed to speak English.
  • আজ মার্কেট খোলা থাকার কথা না – It is not supposed to open the market today.    
  • আজ আমার সাথে তোমার দেখা হওয়ার কথা না – You are not supposed to meet me today.
  • তোমার এখনো বেকার থাকার কথা না – You are not supposed to be unemployed yet.  
  • আমার মিটিং এ অংশ নেওয়ার কথা না –  I am not supposed to take part in the meeting.   
  • আমার প্রতিশোধ নেওয়ার কথা না – I am not supposed to take revenge.
  • তোমার রাতে মুভি দেখতে যাওয়ার কথা না – You are not supposed to go to watch movie at night.
  • তোমার এখানে খারাপ লাগার কথা না – You are not supposed to feel bad here.
  • তোমার গরিবের সম্পদ ফাঁকি দেওয়ার কথা না – You are not supposed to deceive the poor’s wealth.
  • নুরের আজ তার বন্ধুর সাথে দেখা করার কথা না – Nur is not supposed to meet with her friend today.
  • নেহালের আজকের মিটিং এ উপস্থিত হওয়ার কথা না – Nehal is not supposed to attend today’s meeting.
  • আমাদের এই সপ্তাহে পরীক্ষার রেজাল্ট পাওয়ার কথা না – We are not supposed to get the exam’s result this week.   

Spoken English: am/ is/ are + supposed to With Bangla || Use of am/ is/ are + supposed to Image.

Tips: Spoken English এর দক্ষতা বৃদ্ধির জন্য উপরের  sentence গুলোর আলোকে নিজের থেকে আর sentence তৈরি করার চেষ্টা করুন এবং সে গুলোকে আপনার প্রতিদিনের English Conversation এ ব্যবহার করুন।

 

Please share this post with your friends by clicking social icons below.

Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

Leave a Reply