Spoken English: Get =To find something (খুজে পাওয়া)

Get =To find something  

ব্যবহারের ক্ষেত্রে : কোন কিছু খুজে পাওয়া অর্থে find এর পরিবর্তে আমরা get ব্যবহার করতে পারি।  

 

Structure: Subject + get + object.   

 

Note:  Tense অনুসারে get এর পরিবর্তন হবে, অর্থাৎ সকল Tense এ ব্যবহার হয়। সুতরাং Tense অনুসারে বিভিন্ন ধরণের  Example sentence  দেখান হয়েছে।  

 

Example 

  • It’s difficult to get a job at the moment – এই মুহূর্তে চাকরী পাওয়া খুব কঠিন।
  • I have got the solution of this problem – আমি এই সমস্যার সমাধান পেয়েছি।
  • He doesn’t get time to go there– সে সেখানে যাওয়ার সময় পায় না।
  • He is getting a new house – সে একটি নতুন বাড়ি খুজছে।
  • I don’t get you in my problem – আমি তোমাকে আমার বিপদে পাই না।
  • I am getting a good hearted man – আমি একজন ভাল মনের মানুষ খুজছি।
  • They don’t get job – তারা চাকরী পাই না ।
  • Are you getting a good website to learn English – আপনি কী ইংরেজি শেখার জন্য একটি ভাল ওয়েবসাইট খুচ্ছেন?
  • What do you get ? – তুমি কী খোজ?
  • How did you get her? – তুমি তাকে কিভাবে পেয়েছিলে?

Search Google > www.lurnex.com

 

Spoken English: Use of  Get =To find something With Bangla Sentences|| Use of Get =To find something Image.

By Imran Sir

 

 

Tips: Spoken English এর দক্ষতা বৃদ্ধির জন্য উপরের  sentence গুলোর আলোকে নিজের থেকে আর sentence তৈরি করার চেষ্টা করুন এবং সে গুলোকে আপনার প্রতিদিনের English Conversation এ ব্যবহার করুন।

 

Please share this post with your friends by clicking social icons below.

Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

Leave a Reply