Am/ is/ are + likely to
ব্যবহারের ক্ষেত্রে : বাংলা বাক্যের শেষে কোন কিছু করার “সম্ভাবনা আছে” থাকলে আমরা likely to ব্যবহার করতে পারি।
Structure: Subject + am/ is/ are + likely to + verb (present from) + object.
Pronoun Setting: Subject যদি he, she, it, this, that, singular noun, uncountable noun হয় তাহলে auxiliary verb is হয়, I থাকলে am হয় এবং বাকি সকল ক্ষেত্রে Are হয়।
Example
- I am likely to get scholarship – আমার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে।
- He is likely to go there – তার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে।
- It is likely to rain today – আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
- Riad is likely to get a good job – রিয়াদের একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে।
- We are likely to go Cox bazaar – আমাদের কক্স বাজারে যাওয়ার সম্ভাবনা আছে।
- You are like to deceive – তোমার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।
- Tarik is likely to have good result – তারেকের ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে।
- Rifad and Sumi are likely to elope – রাফিদ এবং সুমির পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
- She is likely to fall in love – তার প্রেমে পড়ার সম্ভাবনা আছে।
- They are likely to win in this game – তাদের এই খেলাই জিতার সম্ভাবনা আছে।
- Tisha is likely to get marry in this year – তিশার এই বছর বিয়ে করার সম্ভাবনা আছে।
Spoken English: Use of Am/ is/ are + likely to With Bangla Sentences|| Use of Am/ is/ are + likely to Image.
Tips: To become a fluent Speaker try to make more sentences based on the above sentences as well as use them in your everyday English conversation.
Please share this post with your friends by clicking social icons below.
It’s very nice