Get + Adjective = become (হওয়া)
ব্যবহারের ক্ষেত্রে : কোন Adjective এর পূর্বে get বসালে (হওয়া) অর্থ বুঝায়।
Structure: Subject + get + adjective + etc.
Pronoun Setting: Subject যদি I, we, you, they হয় তবে get আর he, she, it হলে gets ব্যবহার হয়।
Note: Tense অনুসারে get এর পরিবর্তন হবে, অর্থাৎ সকল Tense এ ব্যবহার হয়। সুতরাং Tense অনুসারে বিভিন্ন ধরণের Example sentence দেখান হয়েছে।
Example
- If you don’t eat, you get hungry – যদি তুমি না খাও, তবে তুমি ক্ষুধার্ত হবে।
- I hope your mother will get better soon – আমি আশা করি তোমার মা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন
- I am getting cold – আমার ঠান্ডা লাগছে।
- She gets angry any time – সে যখন তখন রেগে যায়।
- Turn on the fan, room is getting hot – ফ্যানটি চালু কর, ঘর গরম হয়ে যাচ্ছে।
- My head is getting hot – আমার মাথা গরম হয়ে যাচ্ছে।
- My body is getting numb – আমার শরীর অবশ হয়ে যাচ্ছে।
- Drink your coffee. It’s getting cold – তোমার কফি খেয়ে নাও, এটি ঠাণ্ডা হয়ে যাচ্ছে।
- Are you getting happy to see it? – তুমি কী এটা দেখে খুশি হচ্ছ?
- Did you get wet? – তুমি কী ভিজে গিয়েছিলে?
- I don’t get angry easily – আমি সহজে রাগ করি না।
Search Google www.lurnex.com
Spoken English: Use of Get + Adjective = become With Bangla sentences || Use of Get + Adjective = become Image.
Tips: Spoken English এর দক্ষতা বৃদ্ধির জন্য উপরের sentence গুলোর আলোকে নিজের থেকে আর sentence তৈরি করার চেষ্টা করুন এবং সে গুলোকে আপনার প্রতিদিনের English Conversation এ ব্যবহার করুন।
Please share this post with your friends by clicking social icons below.