Spoken English: Get = Understand (বুঝতে পারা)

Get = Understand 

 

ব্যবহারের ক্ষেত্রে : বুঝতে পারা অর্থে understand এর পরিবর্তে আমরা get ব্যবহার করতে পারি।   

Structure: Subject + get + object.   

Note:  Tense অনুসারে get এর পরিবর্তন হবে, অর্থাৎ সকল Tense এ ব্যবহার হয়। সুতরাং Tense অনুসারে বিভিন্ন ধরণের  Example sentence  দেখান হয়েছে।       

 

Example 

  • Have you got it? – তুমি এটা বুঝেছ?
  • Got it? – বুঝেছি? 
  • I don’t get her mind – আমি তার মন বুঝিনা ।
  • Don’t get me wrong – আমাকে ভুল বুঝনা।
  • I am trying to get her – আমি তাকে বুঝার চেষ্টা করছি।
  • He didn’t get him wrong – সে তাকে ভুল বঝেনি।
  • I didn’t get your question – আমি আপনার প্রশ্ন বুঝিনি।
  • She got me wrong – সে আমাকে ভুল বুঝেছিল।
  • I can’t get this lesson – আমি এই অধ্যায়টি বুঝতে পারিনা।
  • You never try to get me – তুমি আমাকে কখনই বুঝা চেষ্টা করনা।  

Search Google > www.lurnex.com

Spoken English: Use of  Get =To find something With Bangla Sentences|| Use of Get =To find something Image.

By Imran Sir

Tips: Spoken English এর দক্ষতা বৃদ্ধির জন্য উপরের  sentence গুলোর আলোকে নিজের থেকে আর sentence তৈরি করার চেষ্টা করুন এবং সে গুলোকে আপনার প্রতিদিনের English Conversation এ ব্যবহার করুন।

 

Please share this post with your friends by clicking social icons below.

Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

4 Comments

Leave a Reply