Was/ were + likely to (সম্ভাবনা ছিল )
ব্যবহারের ক্ষেত্রে : বাংলা বাক্যের শেষে কোন কিছু করার “সম্ভাবনা ছিল” থাকলে আমরা Was/ were + likely to ব্যবহার করতে পারি।
Structure: Subject + Was / were + likely to + verb (present from) + object.
Pronoun Setting: Subject যদি he, she, it, this, that, singular noun, uncountable noun and I হয় তাহলে auxiliary verb was হয় এবং বাকি সকল ক্ষেত্রে were হয়।
Example
- He was likely to learn driving – তার ড্রাইভিং শেখার সম্ভাবনা ছিল।
- You were likely to fail in the exam – তোমার পরীক্ষায় ফেল করার সম্ভাবনা ছিল।
- It was likely to storm yesterday – গতকাল ঝড় হওয়ার সম্ভাবনা ছিল।
- I was likely to go abroad for higher study – আমার উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল।
- They were likely to come here – তাদের এখানে আসার সম্ভাবনা ছিল।
- You were likely to fall in danger – তোমার বিপদে পড়ার সম্ভাবনা ছিল।
- Ria was likely to get married this month – রিয়ার এই মাসে বিবাহ করার সম্ভাবনা ছিল।
- Your were like to deceive – তোমার ধোঁকা খাওয়ার সম্ভাবনা ছিন।
- I was likely to leave the house – আমার এই বাসা ছেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
- Tarin was likely to get chance at university – তারিনের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা ছিল।
Spoken English: Use of Am/ is/ are + likely to With Bangla Sentences|| Use of Am/ is/ are + likely to Image.
Tips: To become a fluent Speaker try to make more sentences based on the above sentences as well as use them in your everyday English conversation.
Please share this post with your friends by clicking social icons below.
It’s very helpful ❤
Thank you
Wow, wonderful blog layout! How long have you ever been blogging for? you made running a blog glance easy. The overall look of your site is great, as neatly as the content material!