Spoken English: Was/ were + not supposed to = কিছু করার কথা ছিল না

Use of Was/ were + not supposed to

English এ  কিছু sentence আছে যেগুলোকে ” Obligation বা বাধ্যবাধকতা ” বলা হয়। বাংলাতে আমরা খুব সহজে কিছু কথা বলে থাকি, যেমনঃ আমার কাজটি করার কথা ছিল না, তার এখানে আসার কথা ছিল না ইত্যাদি, but English এ এই sentence গুলো তৈরি করতে গেলে আমরা একটু confused হয়ে যায়। এই sentence গুলোকে ” Obligation বা বাধ্যবাধকতা ” বলা হয়। English এ এই sentence গুলো তৈরি করতে হলে Was/ were + not এর সাথে supposed to যোগ করে আমরা এই sentence গুলো তৈরি  করতে পারি। আমরা আজকের এই Lesson এ শিখবো কত সহজে এই বাক্য গুলো English এ তৈরি করা যায় এবং আমাদের প্রতিদিনের English Conversation এ ব্যবহার করা যায়। Let’s have a look. 

Was/ were + not supposed to = কিছু করার কথা ছিল না

ব্যবহারের ক্ষেত্রে :  বাংলা বাক্যের শেষে “কিছু করার কথা ছিল না ” থাকলে was/ were +not + supposed to ব্যাবহার করে English Sentence তৈরি করতে হয়।

Structure: subject + was/ were +not + supposed to + verb (present form) + extension      

Pronoun Setting:  Subject যদি  he, she, it, this, that, singular noun, uncountable noun এবং হয় তাহলে  auxiliary verb was হয় , বাকি সকল ক্ষেত্রে were হয়।    

 

Example 

  • আমার কাজটি করার কথা ছিল না – I was not supposed to do the work.    
  • তার ক্লাসে আসার কথা ছিল না –  He wasn’t supposed to come to class.       
  • তোমার ইংরেজীতে কথা বলার কথা ছিল না – You weren’t supposed to speak English.   
  • জিমির ফোন কেনার কথা ছিল না – Jimmy was not supposed to buy a phone.    
  • তাদেরকে আমার বাড়িতে আমন্ত্রণ করার কথা ছিল না – They weren’t supposed to invite at my house.
  • ফাহমিদের এখানে আসার কথা ছিল না – Fahmid was not supposed to come here.
  • তোমার ভুল করার কথা ছিল না – You were not supposed to make mistake.  
  • আমার আজ তোমাকে ফোন করার কথা ছিল না – Today I was not supposed to call you.
  • আমার আজ রাতে বাসায় থাকার কথা ছিল না – I wasn’t supposed to be at home tonight.   
  • তোমার তাকে স্পর্শ করার কথা ছিল না – You were not supposed to touch her.     
  • আমার রক্ত দান করার কথা ছিল না – I was not supposed to donate blood.
  • তার আজ রাতে খাবার রান্না করার কথা ছিল না – She was not supposed to cook meal tonight.
  • আমাদের তাদের দলে যোগ দেওয়ার কথা ছিল না – We were not supposed to join their team.  
  • সকল কর্মচারীদের মিটিং এ উপস্থিত হওয়ার কথা ছিল না – All of the employees weren’t supposed to attend today’s meeting.

                              Search Google www.lurnex.com

 

Spoken English: Was to/ Were to  With Bangla || Use of Was to/ Were to Image.

Tips: Spoken English এর দক্ষতা বৃদ্ধির জন্য উপরের  sentence গুলোর আলোকে নিজের থেকে আর sentence তৈরি করার চেষ্টা করুন এবং সে গুলোকে আপনার প্রতিদিনের English Conversation এ ব্যবহার করুন।

 

Please share this post with your friends by clicking social icons below.

Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

Leave a Reply