IELTS Reading Tips: Yes, No, Not Given/ True, False, Not Given Questions

Yes, No, Not Given/ True, False, Not Given

এই প্রশ্নে আপনাকে একটি  sentence দেওয়া হবে এবং আপনাকে ওই  sentence টির অর্থ  passage এর সাথে মিলিয়ে বলতে হবে, যে  sentence এবং  passage এর অর্থ similar (yes/true), contradictory (no/false) অথবা মিল নাই (not given).

For Example:-

“Smoking is dangerous and lead to cancer” – T, F, NG

  1. If the text clearly says that “smoking is dangerous and leads cancer” than the answer is T.
  2. If the text says that “No research showed evidence that smoking is dangerous and leads to cancer” than the answer is F.
  3. If the text says “The research included smoking people of both genders of ages 30 to 45 and nothing else about smoking – your answer is NG.

 

Sample Question

 

 

Source: Cambridge English IELTS Past Papers.

Important Tips

  • Not Given উত্তর হওয়ার সম্ভাবনা বেশি দেখবেন,কিন্তু মনে রাখবেন sentence এর অর্থ না বুঝার কারণে হয়তো মনে করবেন question এর তথ্যটি passage-এ নেই।
  • যেহেতু question এর sequence passage –এর উত্তরেও থাকে, সুতরাং কোন প্রশ্নের key word যদি খুজে না পাওয়া যায় অথবা উত্তর আছে কিনা passage এ confusing তৈরি হয়, সেক্ষেত্রে আগের অথবা পরের question এর key word খুজতে হবে । তাহলে ওই question এর location পাওয়া যাবে।
  • কোন question এর মধ্যে Comparative অথবা Superlative শব্দ থাকলে সেটা ভালো ভাবে মিলিয়ে নিবেন। কারণ এটার কারণে answers এর পরিবর্তন আসে।
  • কোন question এর মধ্যে only থাকলে এবং সময় না থাকলে no/false দিয়ে যাবেন , কিন্তু সময় থাকলে অবশ্যই প্রশ্নটি ভালো করে মিলিয়ে দেখবেন।
  • কোন question এর মধ্যে নিম্নের word গুলো থাকলে এবং সময় না থাকলে নিম্নের সক অনুসারে Yes, No, Not Given/ True, False, Not Given দিবেন কিন্তু সময় থাকলে অবশ্যই প্রশ্নটি ভালো করে মিলিয়ে দেখবেন।

By Imran Zahid

  • No এবং Not Given এর সূক্ষ্ম পার্থক্যটি বুজতে হবে। এর অর্থ হছে no এর জন্য প্রশ্নের sentence এ subject এবং object পেতে হবে এবং আদের তথ্য question এবং passage এর মধ্যে contradict করবে। simple কথাই তথ্যকে ভুল বলতে পারেন। কিন্তু Not Given এর ক্ষেত্রে subject অথবা object absent থাকবে।
  • যদি Passage এর তথ্যরে পুরা অংশ অথবা আংশিক অংশ question এ পাওয়া যায়। তাহলে আমরা সেটাকে বিবেচনা করবো yes হিসাবে।
  • Passage এর sentence এ যদি simple তথ্য থাকে এবং question specific,সেই ক্ষেত্রে answers Not Given হবে। For example:- passage এ যদি থাকে “people have lunch in the afternoon”এই তথ্যটি একটি সাধারণ কথা বলছে। আবার question এ যদি থাকে  “people have rice in the afternoon ”এই ক্ষেত্রে  rice একটি  specific তথ্য। সুতরাং এটি Not Give. আবার অবস্তান বিপরীত হলে yes হবে।
  • যদি Passage এর sentenceটি  question এর মধ্যে interrogative sentence হিসাবে বসানো হয়,সেই ক্ষেত্রে  answers হবে Not Given.

 

Approach

  1. প্রথমে প্রশ্নে দেওয়া Sentence-টি ভালোভাবে বুঝে নিবেন। যেন এমনটি না হয় question টি পড়ার পরে passage -এ যাওয়ার সময় অর্থ ভুলে গেছেন। এতে বরং সময় বেশি নষ্ট হয়।
  2. একটি Key word বেছে নিবেন এবং Key word সহকারে passage–টি ভালোভাবে বুঝে পরবেন। প্রয়োজনে sentence –টি trim করে সহজে মূল অর্থ বুঝে নিবেন।
  3. এখন আবার Question–এ যেয়ে অর্থ দুইটির মধ্যে তুলনা করবেন। এবং সঠিক উত্তর বেছে নিবেন। যদি অর্থ পরিপূর্ণভাবে না মিলাতে পারেন,সেই ক্ষেত্রে ওই key word এর sentence টির পূর্বের এবং পরের sentence টিও পড়বেন।

 

Please share this post with your friends by clicking social icons below.

 

Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

Leave a Reply