Short Answer Questions
এই ধরণের question-এ আপনাকে কিছু questions এবং একটি instruction দেওয়া হবে। সাধারণত question এ text এর বিবরণ এবং বিবরণের সাথে সম্পর্কিত information সম্পর্কে জানতে চাওয়া হবে। আপনাকে questions গুলু পড়ে instruction অনুসারে passage থেকে answer খুজে word অথবা number এ question এর answer দিতে হবে। কতটি word অথবা number লিখতে হবে তা instruction এ clear করে দেওয়া থাকবে। Question এর answer টি এক বা একাধিক word অথবা number ও হতে পারে।
Sample Questions:
Tips & Tricks
- Question এর instruction টি ভালো ভাবে পড়ে নিবেন, কারণ instruction না বুঝার কারনে অনেকে answer ভুল করে। instruction এ যদি No more than two words দেওয়া থাকে তবে তিনটি words লেখা ভুল হবে, আপনি একটি word অথবা দুইটি words লিখতে পারবেন। instruction এ যা থাকতে পারে। No more than two words. No more than two words and or a number. No more than three words and or a number. One word or a number. One word only. Etc.
- এই ধরণের question যেহেতু sequence maintain করে সেহেতু question এর answer আপনি sequence আনুসারে পাবেন। সে ক্ষেত্রে দুইটি question এর key word select করে নিয়ে আগাবেন।
- Text টি word to word পড়বেন না এতে time lose হবে। key word অনুসারে answer এর location খুজে বের করে নিবেন এবং question কী চাচ্ছে শুধু সেটার উপর focus করবেন।
- Passage পড়ার পূর্বে অবশ্যই question গুলো ভাল্ভাবে পড়েনিন এবং key word select করে নিবেন। অনেকে question ভালো ভাবে না পড়ার কারনে time lose করে।
- সাধারণত answer noun, number, noun phrase হবে। কখন answer নিজের logic বা grammatical sense থেকে দিবেন না। answer grammatically correct হওয়ারও প্রয়জন নেই just একটি short answer দিতে হবে। যা আপনি passage এ পাবেন।
- যেহেতু এই ধরণের question এ paraphrase হয় সেহেতু question এর key word এর সাথে passage এর key word হুবাহু নাও mach হতে পারে, সে ক্ষেত্রে synonym, antonym and paraphrase এর দিকে খেয়াল রাখবেন। অনেকে হুবাহু mach করতে যেয়ে অনেক time lose করে ফেলে।
- Passage অবশ্যই skim করে পড়তে হবে। অনেক সময় student রা কোন একটি অপরিচিত word থাকলে সেটি বুঝার জন্য অনেক time lose করে ফেলে। মনেরাখবেন exam hall এ আপনার time অনেক কম।
- Answer predict করার try করুন। তাতে answer পেতে easy হবে।
- কোন question এর answer যদি খুজে না পান তবে অনুমানের উপর depend করে কাছা কাছি answer টি দিয়ে আসবেন। যেহেতু negetive marking নাই তাই question ছেড়ে আসবেন না।
Approach
- প্ররথমে instruction টি ভাল ভাবে পড়ে বুঝে নিবেন।
- এর পর Question টি পড়ে যত টুকু সম্ভব skim করে question এ কি চাচ্ছে তা বুঝে নিবেন এবং key word select করে নিবেন।
- Passage এ যেয়ে key word এর location অনুসারে question এর information খুজে বের করে answer করার try করবেন।
- Answer সরাসরি answer shit এ লিখতে হবে। question এ answer লিখে time lose করবেন না ।