IELTS Reading Approach: List of Heading/Matching Heading in Bangla.

List of Heading/Matching Heading

এই questions-এ একটি list থেকে paragraph এর জন্য heading বেছে নিতে হবে। স্বাভাবিকভাবেই list এর সংখ্যা paragraph এর চেয়ে বেশি থাকবে। একটি মাত্র question  যা Passage এর আগে দেওয়া থাকে।

 

Sample Questions

 

Source: Cambridge English IELTS test Papers. 

 

Tips & Tricks

 

  1. Heading এর সাথে paragraph এর would বেশি মিলে গেলে, সেটি Anwar না হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  2. Contradictory connective প্রথম তিনটি sentence এর বাহিরে থাকলে, matching heading এরক্ষেত্রে গণনায়নেওয়া হবে না।
  3. কোন sentence এ যদি example দেওয়া থাকে তাহলে example এবং তার পরের sentence থেকেই answer পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  4. Interrogative sentence কে অর্থের জন্য পড়বেন না। but sentence হিসাবে গণনা করবেন।
  5. মাঝে মাঝে paragraph এরশেষের sentence পর্যন্ত পড়তে হতেপারে heading match করার জন্য।
  6. শুধুমাত্র এই প্রশ্নে directly passage এ চলে যাবেন। Question এ পরে যাবেন।

Approach

  1. প্রথমে example কে heading list থেকে বাদ দিবেন।মানে heading list কে ছোট করে নেবেন। সাথে সাথে example  এর paragraph গুলোcross out করে দিবেন।
  2. যে paragraph এর heading প্রয়োজন,সেই paragraph এর প্রথম তিনটি line পড়বেন and contradictory connective খুঁজবেন। যদি connective পাওয়া যায়, সেইক্ষেত্রে শুধুমাত্র connective এর sentence টি পড়ে অর্থবুঝে নিবেন। এবং এই অর্থ দিয়েই সবচেয়ে কাছাকাছি heading বেছে নিবেন answer হিসাবে।
  3. যদি connective না পাওয়া যায়,সেই ক্ষেত্রে paragraph এর প্রথম দুটি sentence পড়বেন এবং এর অর্থ দ্বারায় heading matching করা নোর চেষ্টা করবেন। কিন্তু যদি heading না মেলানো যায় অথবা দুই sentence এ ভিন্ন দুই রকম অর্থ থাকে, সেই ক্ষেত্রে আরো একটি sentence পড়বেন, যতক্ষণ না একাধিক sentence পাবেন with similar idea. And এই similar idea  দিয়েই heading match করাতে হবে।
  4. এর পরও যদি heading না মিলানো যায় অথবা confusion থাকে সেই ক্ষেত্রে এই paragraph এর heading টি skip করবেন, বাকি heading  এর উত্তর দেওয়ার পরে অবশিষ্ট heading এর list থেকে Method of Elimination এর মাধ্যমে সবচেয়ে কাছা কাছি Anwar বেছে নিবেন।
Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

Leave a Reply