IELTS Reading : Labeling Diagram Questions’ Approach, Tips & Tricks in Bangla.

Labeling diagram

এই questions-এ আপনাকে একটি diagram or a plan দেওয়া হবে and You will be required to label specific parts with words from the text or a word list. এই questions-এ  word list দেওয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে, যদি থাকে word list থেকে, আর না থাকলে text থেকে words select করতে হবে answer এর জন্য। সাধারণত  ৩ ধরনের diagram or a plan দেয়া হয়ে থাকে যেমন।  

  • A design or plan
  • A technical drawing, e.g. a machine or invention
  • A diagram of something in the natural worldz

 

Tips & Tricks

  1. এই Question এর মধ্যে তথ্যের serial maintain হয় না, এই Question এর  Answer শেষে না করলেও প্রথমে Answer করবেন না। 
  2. Answer পেতে কষ্ট হলে আথবা confused থাকলে অবশ্যই grammatical sense ব্যাবহার করবেন। এর সাথে sentence এর অর্থ পরিপূর্ণ করতে common sense এবং logic ব্যাবহার করতে হবে।
  3. Diagram সম্পর্কে একটি general idea নেওয়ার try করবেন। Diagram বুঝার জন্য বেশি time lose করবেন না rather try to understand the information because অনেক students আছে Diagram বুঝতে অনেক time lose করে।   
  4. যদি answer word list থেকে নিতে বলা হয়, তাহলে একটি একটি করে list থেকে প্রত্যেকটি word নিয়ে gap এ বসিয়ে দেখতে হবে, কোনটি সবচেয়ে ভালোভাবে sensible sentence তৈরি করে, আর যদি passage থেকে নিতে হয়, তবে answer predict  করার try করবেন before to read the text এবং সেক্ষেত্রে word limit instruction follow  করবেন।
  5. Direct answer পাওয়ার possibility খুব কম। সুতরাং passage এ direct answer না খুজে এ সকল word এর synonyms and paraphrases খুজে সেটির সাথে answer mach করার try করবেন।
  6. passage এ answer এর location সহজে খুজে পাওয়ার keyword select করবেন than passage থেকে উপযুক্ত word/ words select করবেন answer এর জন্য।
  7. Passage পড়ার পূবেই answers  predict করার try করবেন। এ ক্ষেত্রে অবশ্যই word type (noun, verb, adjective, adverb) এর দিকে খেয়াল রাখবেন।  word type অনুযায়ী gap এর word নির্বাচন করবেন। অনেক students answers grammatically correct না দিতে পারার কারনে answers ভুল করে।   
  8. কোন question এর answers না পাওয়া গেলে skip করে যান। পরে time পেলে ভালো ভাবে বুঝে answers করবেন। কোন question ছেড়ে আসবেন না।

 

Approach

  1. প্রথমে instructions টি carefully পড়বেন এবং কত word লিখতে তা ভালো ভাবে দেখে নিবেন। Remember it’s very important.  
  2. Diagram টি ভালো ভাবে observe করবেন and বুঝার try করবেন overall diagram টি কি বুঝাতে চাচ্ছে। এখানে বেশি time lose করবেন না।
  3. Highlight keywords or labels এবং passage থেকে answer এর location identify করার try করুন।
  4. Answer এর location identify করার পর ঐ passage টি detail এ পড়ুন এবং identify করার try করুন কোন word টি gap এ বসালে answer grammatically and logically correct হয়।    

 

Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

Leave a Reply