IELTS Reading : Multiple Choice Questions’ Approach, Tips & Tricks in Bangla.

Multiple Choice Questions

এই Questionএ আপনকে একটি sentence দেয়াও হবে ( যেটি হতে পারে incomplete অথবা একটি Question) এর সাথে ৪ টি option দেওয়া থাকবে A, B, C, and D । আপনাকে বের করতে হবে কোন option টি সবচেয়ে ভালোভাবে Question এর Sentence টিকে সম্পূর্ণ করবে, অথবা Question এর Answer দিবে।

Sample Questions:

  1. Answering a question.

Source: IDP – Past test paper

  1. completing a sentence 

Source: Cambridge English IELTS Past Papers.

Tips & Tricks

  1. Key word খুঁজার জন্য passage এর order and question এর order এর help নিবেন।
  2. যদি Answer পেতে বেশি confusion হয়, তবে grammatical sense থেকেও Answer বের করতে পারেন। Option গুলকে questionএর সাথে মিলিয়ে একটি sentence make করে দেখতে হবে, যেন পুরো sentence টি grammatically and logically match করে।
  3. যদি MCQ –থেকে passage এর মূল idea , theme অথবা heading বেছে নিতে বলা হয় এবং এটা যদি ঐ passage এর question গুলোর মধ্যে প্রথমের দিকের question হয়ে থাকে , সেইক্ষত্রে এটার Answer প্রথম paragraph থেকে নিতে হবে। আর যদি questionটি শেষে থাকে তবে সেটা ঐ পুরা passage এর understandingএর থেকে আসবে এবং সেইক্ষত্রে passage এর Answer টি সবার শেষে দিবেন, যখন বাকি question গুলো পড়ে passage এর ব্যাপারে একটি idea পাওয়া যাবে।
  4. যদি Question টি Suggestion, future plan, next step নিয়ে থাকে, সেক্ষেত্রে Question এর Answer সচরাচর শেষের paragraph এ পাওয়া যায়।
  5. যদি Question থেকে কোন Keyword না পাওয়া যায়, question এর ৪ টি option থেকে common keyword নিয়ে আগাতে হবে।
  6. মনে রাখবেন examiner আপনাকে distract করতে পারে। এর অর্থ হোল Answer টি এমন ভাবে দেওয়া হবে, যা correct answer এর মতো মনে হবে but বাস্তবে ভুল। আপনি যখন paragraph এ answer খুজবেন তখন আপনার কাছে ২ থেকে ৩ টি answer correct মনে হবে। এটি very common trick যে Question এর সাথে paragraph এ keyword এর পচুর মিল রয়েছে। এটার অর্থ এই নয় যে Question এবং passage এর Key word মিলে গালেই সেটি correct answer, বরং passage এর সাথে Question এ যা চাচ্ছে সেটির সাথে অর্থের মিল আছে কিনা, তা ভালোভাবে মিলিয়ে নিন। এ খেত্রে কিছু word যেমন most, all, always, sometimes যা অর্থের পরিবর্তন আনতে পারে সেগুলো খেয়াল রাখবেন। তানাহলে answer ভুল হতে পারে।   
  7. Conjunction word যেমন but, or, and, if, however এগুলো sentence এর fast part এবং secund part এর মধ্যে অর্থের পরিবর্তন ঘোটায়। Examiners জানে আপনার হাতে time কম এবং আপনি খুব তড়াহুড়া করে answer করতে পারেন, যেকারনে এধরণের word use কোরে আপনাকে confuse করতে পারে।
  8. Question এবং passage খুব ভালোভাবে পড়ে মিলে নিবেন এবং time নিয়ে ঠাণ্ডা মাথায় answer করবেন। কারণ এই ধরণের Question এ অনেক distracters থাকে। সুতরাং অর্থ না বুঝার কারনে correct answer হাত ছাড়া হয়ে জেতে পারে।
  9. Passage পড়ার আগেই Try to predict the correct answer, এটি আপনাকে correct answer খুজে পেতে help করবে।
  10. যেহেতু কোন nagetive marking সেহেতু কোন Question ছেড়ে আসবেন না। যদি কোন  Question difficult মনে হয় তবে skip করে যাবেন পরে time পেলে ভালোভাবে বুঝে answer করবেন।     

 

 

Approach

  1. সর্ব প্রথম Question টি ভালোভাবে পড়বেন এবং তথ্যটি বুঝবেন। এই Question টি একটি Sentence এর আংশিক অংশ হতে পারে, যাকে সম্পূর্ণ করতে একটি phrase প্রয়োজন, নাকি question টি দ্বারায় Answer চায়।
  2. Either way আপনাকে Question টি বুঝার পরে key word select করতে হবে, যেন passage এ easily Answer টি select করা যায়। এবং যেহেতু এই question এ sequence maintain হয়, কোন Question এর key word সহজে না পাওয়া গেলে , পূর্বের অথবা পরের Question এর অবস্থান বুঝে এই Questionএর অবস্থান পাওয়া যাবে।
  3. Passage এর key word sentence টি ভালোভাবে বুঝে নিবেন এবং Question এ গিয়ে সবচেয়ে কাছাকাছি Answer টি select করবেন।
  4. যদি Answer না পাওয়া যায়, সেক্ষেত্রে Passage এ ফেরত গিয়ে, তার পূর্বের এবং পরের sentence গুলো ভালোভাবে পড়ে নেবেন। এবং Questionএর related যদি আরও তথ্য থাকে সেগুলোও পড়ে নিবেন।
  5. Answer দেওয়ার সময় Method of elimination এর দ্বারায় Answer দেওয়ার চেষ্টা করবেন। এর অর্থ হল,যে options গুলো Answer হবে না, সেইগুল বাদ দিয়ে Answer বের করার try করতে হবে।
Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

Leave a Reply