IELTS Reading: Summary Completion Question’s Approach, Tips & Tricks in Bangla.

Summary Completion Questions

Summary Completion Question দুই প্রকার হয় Summary Completion (with clue) 2. Summary Completion (without clue). সাধারণভাবে without clue Question, with clue Question এর তুলনায় easy হয়।

 

Summary Completion (with clue)

এই Question এ আপনকে একটি Summary দেয়াও হবে। যেটা passage এর এক বা একাধিক paragraph হতে পারে। এই Summary এর মধ্যে fill in the gaps থাকবে, যেগুলিকে পূরণ করতে হবে list of word এর word দিয়ে।

Semple Questions:

 

Source: Cambridge English IELTS test Papers.

 

Tips & Tricks

  1. এই Question এর মধ্যে তথ্যের serial maintain হয়, সুতরাং কখনো যদি key word সহজে সনাক্ত না করা যায়, তবে পূর্বের অথবা পরের question এর key word এর  location এর উপর ভিত্তি করে, খুঁজে বের করার চেষ্টা করবেন।
  2. Answer পেতে কষ্ট হলে আথবা confused থাকলে অবশ্যই grammatical sense ব্যাবহার করবেন। এর সাথে sentence এর অর্থ পরিপূর্ণ করতে common sense এবং logic ব্যাবহার করতে হবে।
  3. যেহেতু Answer Word list এ দেওয়া থাকবে, যেহেতু যখন Answer passage থেকে  পাওয়া যাবে না, একটি একটি করে list  থেকে প্রত্যেকটি word নিয়ে gap এ বসিয়ে দেখতে হবে, যে কোনটি সবচেয়ে ভালোভাবে sensible sentence তৈরি হয়।
  4. এই ধরণের Question সবার শেষে করবেন। সাধারনত summary with clue তে question এর sentence গুলো paraphrased হয়ে থাকে, সুতরাং box এর word গুলো passage সরাসরি পাবেন না।
  5. এই ধরণের Question এর ক্ষেত্রে পুরা passage পড়বেন না, Rather passage এর Summary এর উপর বেশি focus করবেন এবং Summary টি ভালোভাবে পড়ে বুঝে নিবেন। Summary টি  বুঝতে কোস্ট হলে সময় নষ্ট না করে skim করে মূল অর্থ টি বুঝার try করবেন। বেশিরভাগ students passage and Summary বেশি পড়ে বুঝতে গিয়ে অনেক সময় নষ্ট করে।    
  6. Passage পড়ার পূবেই Summary পড়ে answers  predict করার try করবেন। এ ক্ষেত্রে অবশ্যই  grammatical sense এবং word type (noun, verb, adjective, adverb) এর দিকে খেয়াল রাখবেন।  word type অনুযায়ী gap এর word নির্বাচন করবেন। অনেক students answers grammatically correct না দিতে পারার কারনে answers ভুল করে।   
  7. মনে রাখবেন gap এর পূর্বে এবং পরে যদি preposition থাকে তবে gap এ noun বসবে। gap এর পূর্বে যদি noun থাকে তবে gap এ verb এবং gap এর পূর্বে যদি verb থাকে তবে gap এ noun, adjective, adverb বসবে। gap এর পূর্বে যদি to থাকে তবে gap এ verb বসবে আর gap এর পূর্বে যদি of, for, with, about, থাকে তবে gap এর verb টি ing হয়।
  8. Direct answer পাওয়ার possibility খুব কম। সুতরাং passage এ direct answer না খুজে এ সকল word এর synonyms and paraphrases খুজে সেটির সাথে answer mach করার try করবেন।
  9. Answer পেতে কোস্ট হলে সময় নষ্ট না করে এটি skim করে যাবেন এবং পরে time পেলে ভালোভাবে বুঝে answer করবেন।

Approach

  1. প্রথমে Summary টি  ভালোভাবে পড়ে বুঝতে হবে এবং যতটুকু সম্ভব gap ছাড়া Sentence এ কি অর্থ দিচ্ছে তা বুঝে নিতে হবে।
  2. Summary তে gap গুলতে কি word বসতে পারে সেটার একটি ধারনা করার tryকরবেন। Gap এর মধ্যে নাম, জায়গা, ঘটনা আথবা অন্য কিছু চাচ্ছে কিনা বুঝতে হবে। এটা WH Word এর দ্বারা Question করলেই বুঝতে পারবেন। এটার উপরেই Answer পায়ার possibility  নির্ভর করে। 
  3. Gap এর sentence টি থেকে key word টি বেছে নিবেন এবং passage এ খুঁজে বের করবেন।
  4. Passage এর sentence টির meaning বুঝার পরে, question এ গিয়ে যে word টি বসাতে চাইবেন, সেটি clue এর বক্স থেকে সনাক্ত করার try করবেন।
  5. যদি এতে বিফল হন , তবে আপনার Grammatical sense ব্যাবহার করে Answer বেচে নাওয়ার try করনেন।

 

 

Summary Completion (without clue)

এই Questionএ আপনকে একটি Summary দেয়াও হবে। যেটা passage এর এক বা একাধিক paragraphহতে পারে। এই Summary এর মধ্যে fill in the gapsথাকবে, যেগুলিকে   পূরণ করতে হবে passageএর wordদিয়ে।

Semple Questions:

Source: Cambridge English IELTS test Papers. 

Approach

  1. প্রথমে Summary টি ভালোভাবে পড়ে বুঝতে হবে এবং যতটুকু সম্ভব gap ছাড়া  Sentence এ কি অর্থ দিচ্ছে তা বুঝে নিতে হবে।
  2. Gap এর মধ্যে নাম, জায়গা, ঘটনা আথবা অন্য কিছু চাচ্ছে কিনা বুঝতে হবে। এটা   WH Word এর দ্বারা  Question করলেইবুঝতে পারবেন। এটার উপরেই Answer পায়ার possibility নির্ভর করে। 
  3. Gap এর sentence টি থেকে key word টি বেছে নিবেন এবং passage এ খুঁজে বের করবেন।
  4. Summary এর sentence টির meaning বুঝার পরে Passage থেকে উপযুক্ত word নিরবাচন করবেন, question এ গিয়ে word টি বসিয়ে Passage এর sentence টির meaning grammatically এবং অর্থের সাথে মিলিয়ে question এর sentence টি পরিপূর্ণ করতে হবে।

 

Share This Knowledge
Default image
Imran Zahid
owner-Imran Academy. Over 05 years’ teaching experience. Experienced in Phonetics, teaching O & A Level students. Experienced in IELTS (Academic and General) preparation, Business English and Conversational English. * English as a Second Language Instructor (ESL Instructor) at British Council Bangladesh. Enjoys reading books, hiking, being outdoors
Articles: 47

Leave a Reply